রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারির নতুন মহাপরিচালক মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ 

গাজীপুর প্রতিনিধি

বারির নতুন মহাপরিচালক মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ 

স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হিসেবে মঙ্গলবার (২০ আগস্ট) নিয়োগ দেয়া হয়েছে। 

কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন। 

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগ এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগ, বারি, গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগ, বারি, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন।

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ০২ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার মদন উপজেলায়।

টিএইচ